সান্ধ্যকালীন
আড্ডা শেষে বাড়ি ফিরছিলাম
অটোতে (ইজি বাইক) করে। রাস্তায়
আবার
অন্য এক অটোর সাথে এক বাইকের
একসিডেন্ট হয়ে বাইকের রিয়ারভিউ
মিরর
ভেঙ্গে পড়ে গেছে। অটোচালক
পথে দাঁড়িয়ে ৫
মিনিট
ধরে বাইকওয়ালাকে সান্তনা দিল।
বাসার সামনে এসে নেমে পড়লাম।
ভাড়া দশ
টাকা। একশ টাকার নোট দিয়ে বললাম
মামা ভাংতি নাই।
মামা কয়েকটা নোট ফেরত
দিয়ে বলল, "মামা রাত
হয়ে গেছে তো, বিশ
টাকা রাখলাম।" দুইটা গোল্ডলিফ কম
হবে, ব্যাপার না। বললাম "ঠিক
আছে মামা।"
ফিরতে ফিরতে টাকা গুনে দেখি নব্বই
টাকা। ফেরত গিয়ে বললাম "মামা দশ
টাকা বেশি দিছেন"। অটোচালক
হেসে ফেলে বলল,
"মামা আপনারে পরীক্ষা করলাম।
হারাম
প্রতি পয়সার হিসাব
দেয়া লাগবে মামা হাশরের
ময়দানে।
হারাম খাই না । তয় আপনার খাতায়
সওয়াব লেখা হয়ে গেছে।"
বড় বড় মেগাসিটির মত ছোট শহরের
মানুষগুলো ছোট শহরের
মানুষগুলো যান্ত্রিক হয়ে যায়নি।
এখানে মিটার চলে না। এমনি এক
মাঝরাতে পকেটশূন্য অবস্থায়
বৃষ্টিতে ভিজছিলাম, বাসায়
ফিরতে পারছিলাম না। এক
রিকশাওয়ালা বিনা খরচে পৌছে দিয়
সহজ সরল, প্রতি পাই পয়সা হালাল
খাওয়া, পরোপকারী ছোট শহরের
খেটে খাওয়া মানুষেরা। হে জাতির
তথাকথিত কর্নধারেরা, তোমরা নয়,
এরাই
বাংলাদেশ।
# সংগ্রহীত
লিখা :নাজমুস শাকিব অনিক
# নাহিদ
No comments:
Post a Comment
Thanks for your comment