Friday, September 19, 2014

আমি বাবু-সাব নি

আজ দুপরে বগুরার সাতমাথা থেকে গেলাম নিউ মার্কেট  সেখান থেকে কিছু কাগজ পত্র কিনে ফতেহ আলী ব্রীজের কাছে এসেছি মাত্র।দেখি এক বেচারা ভ্যান চালক মোটামুটি ১৭-১৮ মণ লোড নিয়ে ফতেহ আলী ব্রীজের উপর ঊঠার চেষ্টা করছে।কিন্তু এত ভারী মালামাল নিয়ে উঠতে গিয়ে বার বার তার পা হরকাচ্ছিল। পেছনে অন্য এক ভ্যানওয়ালা (যে নিজেও ঐরকম ভার নিয়ে ভ্যান চালাচ্ছিল)চেষ্টা করছিল তাকে ধাক্কা দিতে। আসে পাশে অনেক প্যান্ট শার্ট পড়া ভদ্রলোক আছেন, তারা দেখছেন, কেউ দয়া বশত মুখে চুক চুক শব্দ করছেন কিন্তু ভ্যান টাকে ধাক্কা দেয়ার কাজটুকু মান-সন্মানের ভয়ে করছেন না। হায় রে মান-সন্মান!!
আমি বেচারা কৃষকের ছেলে।কৃষকের কষ্ট না বুঝলেও  অনুভব করতে পারি। আর আমার পোশাক-আশাকের দাম্ভিকতাও নেই।ঐ রকম মান-সন্মান হারানোর ভয়ও নেই।তাই একটু কষ্ট করে ধাক্কা দিয়ে ব্রীজের উপরে তুলে দিলাম।।  
চলে আসার সময় ভ্যানওয়ালা ঘামে ভেজা ক্লান্ত মুখে হাসির রেখা টেনে বলল,"ধন্যবাদ ভাই"।
তার মুখ থেকে ওই "ধন্যবাদ" শব্দটাই আমার জন্য যথেষ্ট  ছিলো।

www.facebook.com/swopnonil

No comments:

Post a Comment

Thanks for your comment